Doob De Re Mon Song Lyrics
মা.. গো
ডুব দে রে মন দূর্গা বলে
মন সায়রের গভীর জলে।
মন সায়র কি শূন্য হবে
অতল জলে ধন না পেলে,
মন সায়র কি শূন্য হবে
অতল জলে ধন না পেলে,
অতল জলে ধন না পেলে
দেখবি কত রত্ন মানিক,
দেখবি কত রত্ন মানিক,
খেলছে রে তোর চোখের জলে
মন সায়র কি শূন্য হবে।
চোখের জলে কৃষ্ণ কাঁদে
বাপের বাড়ি ফিরবে বলে,
সেই দুঃখেতে কাঁদলো উমা,
সেই দুঃখেতে কাঁদলো উমা,
তার পূজা কি রইলো বাকি।
জগদ্ধাত্রী রূপে উমা
কৃষ্ণ গৃহে ফিরলো নাকি,
বসন্তে বসন্ত বলে
বাসন্তী মা ডাকিনিতো।
অকালে তোর বোধন করে
দূর্গা দূর্গা পূজা রত,
মন সায়র কি শূন্য হবে,
মন সায়র কি শূন্য হবে।