হতে পারে তোমাকে একটু দেখেছি,
হতে পারে তোমাকে অল্প চিনেছি,
বলতে পারো দিনেরা ফুলেরই কাছে,
বলতে পারো রাতেরা চাঁদেরই কাছে।সব খেলাধূলো,
নিয়েই তো তোমারই হয়েছি।
মন মাঝপথে,
নিজেকে থামিয়ে ফেলেছি।প্রজাপতি উড়ে গেলে,
আমিও তাই উড়তে চাই।
গয়নাগাটি ভুলে গিয়ে,
আমিও তোমায় পেতে চাই।আঁকে বাঁকে পড়ে থাকে,
আনকোরা এই মন।
বাঁকে বাঁকে ঘোরে ফেরে,
বেচারা এই একলা জীবন।
হতে পারে তোমাকে অল্প চিনেছি,
বলতে পারো দিনেরা ফুলেরই কাছে,
বলতে পারো রাতেরা চাঁদেরই কাছে।সব খেলাধূলো,
নিয়েই তো তোমারই হয়েছি।
মন মাঝপথে,
নিজেকে থামিয়ে ফেলেছি।প্রজাপতি উড়ে গেলে,
আমিও তাই উড়তে চাই।
গয়নাগাটি ভুলে গিয়ে,
আমিও তোমায় পেতে চাই।আঁকে বাঁকে পড়ে থাকে,
আনকোরা এই মন।
বাঁকে বাঁকে ঘোরে ফেরে,
বেচারা এই একলা জীবন।
উঁকিঝুঁকি করে থাকি
তাইতো আজকাল।
কথা তোমার ভেবে ভেবে,
কেটে গেছে কত না সকাল।
সব খেলাধূলো,
নিয়েই তো তোমারই হয়েছি।
মন মাঝপথে,
নিজেকে থামিয়ে ফেলেছি।
প্রজাপতি উড়ে গেলে,
আমিও তাই উড়তে চাই।
গয়নাগাটি ভুলে গিয়ে,
আমিও তোমায় পেতে চাই।
][ সমাপ্ত ][